মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার, অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং সার্জিকাল সামগ্রী ব্যবহারের দায়ে রাজধানীতে ইসলামী ব্যাংকের দুই হাসপাতালকে জরিমানা করা হয়েছে।
হাসপাতাল দুইটি হলো- কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল ও পল্টনের ইসলামী ব্যাংক স্পেশালাইজড হাসপাতাল। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে র্যাব-৩ এ অভিযান পরিচালিত হয়।
সারওয়ার আলম জানান, ইসলামী ব্যাংকের দুইটি হাসপাতালের ল্যাবে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট পাওয়া গেছে। অপারেশন থিয়েটারে কিছু ওষুধ পাওয়া গেছে যেগুলোর মেয়াদ গত এপ্রিল ও মে মাসেই শেষ হয়েছে। তাই ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালকে ৬ লাখ ও ইসলামী ব্যাংক স্পেশালাইজড হাসপাতালকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সবমিলে দুই হাসপাতালের বিরুদ্ধে জরিমানার পরিমাণ সাড়ে ৭ লাখ টাকা। একই অভিযানে পরীক্ষা না করে রিপোর্ট দেওয়ার দায়ে রাজধানীর আরও কয়েকটি হাসপাতালকে জরিমানা করা হয়।
তথ্যসূত্র: আরটিভি অনলাইন ডটকম।